বিশ্বপরিবেশ দিবসে সচেতনতা র্যালি স্বরূপনগরে
দাবদাহ লাইভ, বারাসাত, সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ সারা বিশ্বে উষ্ণায়নের তীব্রতা অস্বাভাবিক আকার ধারণ করেছে ৷আজ পরিবেশ দিবস ৫ইজুন Iস্থানীয়দের সচেতনতার বার্তা দিতে স্বরূপনগর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে আজ সকালে সারাদিন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে ৷প্রভাতী অনুষ্ঠানে গাছ লাগানোর বার্তা দিয়ে এসজিএসওয়াই সভাগৃহ থেকে ব্লক প্রশাসনের বিডিও মানজার হোসাইন আনজুম (আইএএস ) এর নেতৃত্বে আগতদেরকে নিয়ে সচেতনতার র্যালি শুরু করে ৷এই রেলি এলাকা পরিক্রমা করে ব্লক প্রশাসন চত্বরে উপস্থিত হয়,সেখানে আগতদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা রোপন করেন ৷সাথে ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতাকর,জয়েন্ট বিডিও অনিমেষ পাল, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, বনভূমি কর্মাধ্যক্ষ রমেন সরদার ,জনস্বাস্থ্য সুপারভাইজার আব্দুস সাত্তার দলদার সহ ভিআরপি ভিসিটি কর্মীরা | সচেতনতার র্যালি শেষ করে স্বরূপনগর ব্লক প্রশাসনের বিডিও মানজার হোসাইন আনজুম বলেন-বৃক্ষের কোন বিকল্প নেই তাই বেশি বেশি করে বৃক্ষের চারা রোপন সহ তার পরিচর্যা করলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না সাথে সাথে পরিবেশকে রক্ষা করতে প্লাস্টিক বর্জন খুবই জরুরী সেদিকটাও সকলকে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সাথে সাথে জল সংরক্ষণ আগামী প্রজন্মের জন্য খুবই প্রয়োজন, জল নষ্ট করবেন না -তিনি এ সময় স্বরূপনগর পঞ্চায়েত সমিতির এসজিএসওয়াই সভাগৃহ চত্বরে ১১ টি বৃক্ষ চারা রোপন করেন যেগুলি সংরক্ষণ ও পরিচর্যার ভার থাকবে প্রত্যেক দায়িত্বশীল কর্মাধ্যক্ষ দের উপর বলে জানান তিনি৷









