Banner Top

রাজ্যে  বিশ্বকবির প্রয়াণ দিবস পালন  

বিশ্বকবির প্রয়াণ দিবস পালিত রাজ্যে

  দাবদাহ লাইভ, ত ন্ময় মাহারা ও বাইজিদ মন্ডলঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম তিরোধান দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় কবিগুরুর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুরো আধিকারিক ও শিল্পী সংসদের সদস্যরা। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন,ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে সমস্ত মনীষীদের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হয়। সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম দিবস পালন করা হয় ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে। 

বিশ্বকবির প্রয়াণ দিবস পালিত রাজ্যে

সারা রাজ্যের পাশাপাশি ডায়মন্ডহারবার-২ ব্লকে সরিষা ২৪৬ মোড়  তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে অত্যন্ত মর্যাদার সাথে মাল্য দানের মাধ্যমে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবস পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে এই দিনটি পালিত হয়। মাল‍্যদান করেন ডায়মন্ড হারবার ২ ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন, সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা, ব্লক২ কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক, ব্লক২ পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমানিক, ব্লক২ শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল, ব্লক২ মৎসের কর্মাধ্যক্ষ মইদুল মোল্লা, বড়জান, অরিন্দম ঘোষ সহ তৃনমূল কংগ্রেসের আরও অন্যান্য কর্মী সমর্থকরা। অরুময় গায়েন বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এর পাশাপাশি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মূর্তিতেও মাল্যদান করে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। তিনি আরও বলেন ২২শে শ্রাবণ কথাটা শুনলেই আমরা বিশেষ করে বাঙালি মন উদ্বেলিত হয়ে ওঠে। নানাভাবে আমরা কবিকে স্মরণ করি, শ্রদ্ধা জ্ঞাপন করি।

রাজ্যে  বিশ্বকবির প্রয়াণ দিবস পালন
User Review
79.5% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment