বিশেষ চাহিদা সম্পন্ন দের শংসাপত্র
দাবদাহ লাইভ, ডায়মন্ড হারবার, বাইজিদ মণ্ডলঃ আজ সকালে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের একাডেমিক বিল্ডিং থেকে নূরপুরে মিশনারিজ অফ চ্যারিটি নবজীবন হোমের ৫২ জন শারীরিক ও মানসিক অনাথ প্রতিবন্ধীদের মধ্যে সংশাপ্রত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিন জন প্রতিবন্ধী খোকন, সেলিমদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো এদিন। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের প্রফেসর ডাঃ উৎপল দান, মহকুমা শাষক অঞ্জন ঘোষ, এম এস ভি পি প্রফেসর ডাঃ শিব শংকর চ্যাটার্জি, ডেপুটি সুপার সুপ্রিম সাহা, প্রতিবন্ধী ডিপার্টমেন্ট সুশোভন সরদার, ব্রাদার বার্ণাবাস সহ আরও অনেকে। মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ডেপুটি সুপার সুপ্রিম সাহা বলেন আমি এবং ফাদার লুইস নুরপুরে মিশনারিজ অফ চ্যারিটি নবজীবন ব্রাদার হাউসে গিয়েছিলাম ওখানকার অর্ফান, ফিজিক্যাল এবং মেন্টাল স্পেশাল এবেল, অসহায় ছেলে এবং মানুষদের কে ব্রাদার বার্নাবাস এবং তার সহকর্মীরা বিনা বেতনে নিষ্ঠার সাথে সেবা করে চলেছেন। তাদের এই মহৎ আত্মত্যাগকে কুর্নিশ জানান। তিনিও আরও বলেন আমরা অনেকেই বেতনভোগী মানুষ যাদের দায়িত্ব সেবা তারা কিন্তু সেবার কাজ ঠিকমত পালন করিনা, তাই ওদের কাছ থেকে নতুনভাবে অনেক কিছু শেখার আছে,তাই মানবতার জন্য আপনাদের এই আত্মত্যাগ মাদার টেরেজার উত্তরসূরি হিসেবে আপনারা এই কাজ করে চলেছেন.আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। মহকুমা শাষক অঞ্জন ঘোষ আশ্বাস দেন নূরপুর মিশনারিজ অফ চ্যারিটি নবজীবন হোমের অনাথ প্রতিবন্ধীদের সব রকমকে সহযোগিতা করার। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নূরপুর মিশনারিজ অফ চ্যারিটি নবজীবন হোমের পক্ষে ব্রাদার্স বার্নাবাস।








