বিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ টাকিতে
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ জলের পাইপ দিয়ে বিশুদ্ধ পানীয়জলের পরিবর্তে বাড়িতে যাচ্ছে দুর্গন্ধযুক্ত নোংরা জল। ওই জল পান করা তো দূর, ব্যবহারের জন্যও একেবারে অনুপযুক্ত। সমস্যা সমাধান না হওয়ায় শেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার টাকি রোডের কালীবাড়ি পাড়া এলাকায় এমনই দৃশ্য পরিলক্ষিত হয়। বিক্ষোভকারীদের কথায়, পৌরসভার পাইপলাইন দিয়ে বাড়ি বাড়ি পৌঁছানো জলই তাদের একমাত্র ভরসা। পৌর এলাকাবাসীরা ওই জল দৈনন্দিন কাজে ব্যবহার করে। এমনকি পানীয়জল হিসাবেও তাঁরা ওই জলই ব্যবহার করে। কিন্তু বিগত কয়েক মাস যাবত পাইপলাইন দিয়ে বাড়িতে পৌঁছাচ্ছে নোংরা দুর্গন্ধ যুক্ত জল। যা পান করা তো দূর, নিত্য নৈমিত্তিক কাজে ব্যবহারের ক্ষেত্রেও একেবারে অনুপযুক্ত। পাত্রে জল ধরে রাখলে তার থেকে বের হচ্ছে বিকট পচা গন্ধ। ওই জল ব্যবহারের ফলে শরীরে দেখা দিচ্ছে নানাবিধ রোগ। বিষয়টার দিকে নজরপাত করে দ্রুত সমস্যার সমাধান করার জন্য পৌরসভা ও কাউন্সিলরদের একাধিকবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই মুলত বাধ্য হয়েই সকাল ১১টা নাগাদ টাকি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তাঁরা। তাঁদের দাবি অনতিবিলম্বে পৌর এলাকাবাসীদের জল সমস্যার সমাধান করতে হবে।প্রায় ৪৫ মিনিট ধরে চলে ওই বিক্ষোভ। অবরোধের জেরে টাকি রোডে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। তীব্র যানজটের ফলে নাকাল হতে হয় পথচলতি মানুষদের। খবর সম্প্রচারিত হতেই ঘটনাস্থলে পৌঁছায় পৌরকর্মী ও বসিরহাট থানার পুলিশ। বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাবস্থা গ্রহণ করার আশ্বাস দেবার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

















