বিশুদ্ধ পানীয় জলের কিয়স্ক উদ্বোধন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বারাসাত চাঁপাডালি মোড় অটো অপারটার্স ইউনিয়ন এর পক্ষ থেকে একটি বিশুদ্ধ পানীয় জলের শুভ সূচনা করাহয়। এখান থেকে নিত্য যাত্রীদের জন্য সল্প মূল্যে অর্থাৎ ১টাকার বিনিময়ে ৫০০মিলি, ২টাকার বিনিময়ে ১লিটার জল কেনা যাবে। এই বিশুদ্ধ জলের কাউন্টার উদ্বোধন করেন বারাসাত পৌরসভার পুরপ্রধান অশনি মুখার্জি, উপ-পুরপ্রধান তাপস দাসগুপ্ত। উপস্থিত ছিলেন প্রাক্তণ পুর প্রধান সুনীল মুখার্জী।
বিশুদ্ধ পানীয় জলের কিয়স্ক উদ্বোধন বারাসাতে
0%








