বিরোধীদের ক্রীড়া প্রতিযোগিতা বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নীলাদ্রি ভৌমিকঃ বারাসাত পৌরসভার বিরোধী দলনেতা এবং ২৭ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি বরুণ ভট্টাচার্যর উদ্যোগে, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, চৌধুরীপাড়া ইউনিটের পরিচালনায় আমতলা মাঠে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু থেকে প্রবীণদের জন্য ১৮ টি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রায় দু শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বরুণ বাবু জানালেন যে, ওয়ার্ডের সাধারণ মানুষ এবং স্থানীয় ক্লাব এই অনুষ্ঠানে বিপুল উৎসাহ নিয়ে এগিয়ে এসে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে সফল করে তুলেছেন। এই প্রতিযোগিতা ঘিরে ছিল প্রচুর মানুষের সমাগম। এককথায় সার্থক প্রয়াস বলে স্থানীয়দের অভিমত।








