বিরাটী সারথি’র রজত জয়ন্তী বর্ষ পালন
দাবদাহ লাইভ, বিরাটি, অনন্ত চক্রবর্তী: ২৯ জুন বিরাটী সারথি নাট্যসংস্থার পক্ষ থেকে রজতজয়ন্তী বর্ষের পঞ্চম পর্যায়ের নাট্যোৎসবের আয়োজন করা হয়। নব ব্যারাকপুর মজলিস মঞ্চে একদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য সমালোচক রঞ্জন গঙ্গোপাধ্যায় ও ডঃ অপূর্ব দে ও নাট্য পরিচালক সুভাষ চক্রবর্তী সহ অন্যান্যরা। নাট্যানুষ্ঠানের শুরুতেই ‘নাট্যবিদ উৎপল দত্ত কি আজও প্রাসঙ্গিক? শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন রঞ্জনবাবু সহ ডঃ অপূর্ববাবু । প্রসঙ্গক্রমে রঞ্জনবাবু বলেন, সামাজিক অবক্ষয় রোধ ও মানুষের সর্বাঙ্গীন মুক্তির জন্য উৎপল দত্তের নাটক যুগ যুগ ধরেই চলমান থাকবে । গয়েশপুর মঞ্চসেনার চিত্তপট এবং চাঁদপাড়া অ্যাক্টো’র রবীন্দ্র ভাবনায় যাদু প্রদর্শন-সহ পাকে বিপাকে নাটক মঞ্চস্থ হয় । উপস্থিত বক্তারা সকলেই বিরাটি সারথি নাট্যসংস্থা ও তাঁর কর্ণধার শান্তনু চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন । সংস্থার কর্ণধার শান্তনুবাবু জানান, এ বছর মোট দশটি পর্যায়ে আমাদের রজতজয়ন্তী বর্ষের নাট্যোৎসব উদযাপিত হবে। বিশ্বপ্রকৃতির ক্রমবর্ধমান বিপ্রতীপ টানকে উপেক্ষা করে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।”













