উদ্ধার ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। পাচারকারীদের কর্মকান্ড ভেস্তে দিয়ে উদ্ধার হয় নানান সামগ্রী। প্রায়শই এমন ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। এবার বিরল প্রজাতির কচ্ছপ পাচার করতে গিয়ে বানচাল হয় সেই পাচার প্রক্রিয়া। বিএসএফ এর হাতে ধরা পড়ে পাচারকারী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ এর তারালি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, তারালি সীমান্ত এলাকায় দুটো বড়ো ব্যাগ সহ সাইকেল চালিয়ে এক ব্যাক্তিকে সোমবার গভীর রাতে যেতে দেখে সীমান্তে কর্তব্যরত জওয়ানরা। সন্দেহ হওয়ায় তাঁকে থামিয়ে তাঁর কাছে থাকা দুটি বড় ব্যাগে তল্লাশি চালায়। ওই ব্যাগ থেকে উদ্ধার হয় বহুমূল্যের ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ। কচ্ছপগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই রাতের অন্ধকারে ওই সীমান্তবর্তী এলাকায় ওই ব্যাক্তি গিয়েছিল বলে জানায় বিএসএফ এর জওয়ানরা। ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ওই বিপুল সংখ্যক কচ্ছপ সহ ধৃত ব্যাক্তিকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ এর জওয়ানরা। পরবর্তিতে উদ্ধারকৃত ওই বিরল প্রজাতির কচ্ছপ সহ ধৃতকে বসিরহাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানায় স্বরূপনগর থানার পুলিশ।
নিউজ এক ঝলকে
উদ্ধার ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ
97%

















