Banner Top

বিমানবন্দরে গুলিতে মৃত জওয়ান

                        দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  বর্তমানে নির্বাচন নিয়ে ব্যাস্ত প্রতিটি রাজনৈতিক দল। তারই মাঝে সাত সকালে বিমানবন্দর চত্বরে শোনা যায় গুলির শব্দ। কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ানকে  রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখা যায়। যার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর এলাকায়। বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ দমদম বিমানবন্দরের ৫ নম্বর গেট সংলগ্ন ওয়াচ টাওয়ারের নিকটস্থ এলাকা থেকে এমনই দৃশ্য ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোর পাঁচটা নাগাদ আচমকাই দমদম বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে থাকা ওয়াচ টাওয়ারের নিকটস্থ এলাকায় গুলির শব্দ শোনা যায়। বিমানবন্দর চত্বর- যেখানে সর্বদাই ব্যস্ততা পরিলক্ষিত হয়। তার মাঝে এমন ঘটনা, স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মনে। চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে স্থানীয়রা ছুটে যায় সেদিকে। সিআইএসএফ কর্মী সূত্রে জানা যায়, এদিন ৫ নম্বর গেটের কাছে থাকা ওয়াচ টাওয়ার থেকেই গুলির শব্দ ভেসে এসেছিল। তাই কর্মীরা টাওয়ারে ওঠেন। সেখান থেকে দেখতে পান, তেলেঙ্গানার বাসিন্দা ২৫ বছরের সি. বিষ্ণু নামে তাদেরই এক সহকর্মী মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাঁর থুতনির নীচে ছিল ক্ষত, রক্তে ভেসে যাচ্ছিল ওই স্থান। পাশেই পড়ে ছিল তাঁর সার্ভিস রাইফেল। সিআইএসএফ কর্মীরা তড়িঘড়ি তাঁকে সেখান থেকে উদ্ধার করে চিনার পার্কের কাছে ভিআইপি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। ওই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ। সিআইএসএফ সূত্রে এও জানা যায়, মৃত বিষ্ণু ২০২২ সাল থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন। এদিন তিনি নিজের সার্ভিস রাইফেল থেকে থুতনির নীচে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিক তদন্তের অনুমান। লোকসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার  পর থেকেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, তারই মাঝে ঘটেছে সিআইএসএফ জওয়ানের এহেন মৃত্যু। যা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। ওই মৃত্যুর নেপথ্যে থাকা আসল কারন উদ্ঘাটনে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বিমানবন্দর থানার পুলিশ। তদন্ত সাপেক্ষেই ওই জওয়ানের মৃত্যুর আসল কারন জানা সম্ভব হবে বলে জানায় পুলিশ।

বিমানবন্দরে গুলিতে মৃত জওয়ান
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment