বিধায়কের উদ্যোগে বামনপুকুরে রাস্তা সংস্কার

বামনপুকুরে বেহাল ইটের রাস্তা সারাই
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা সংস্কারের কাজ শুরু হতে দেখা যায় বামনপুকুর এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের খ্রীস্টানপাড়া মোর থেকে পুটখালি খালপার পর্যন্ত ইটের রাস্তা দীর্ঘদিন যাবত বেহাল দশায় ছিল। রাস্তার প্রায় জায়গা থেকে ইট উঠে গিয়ে ছোট বড়ো গর্ত সৃষ্টি হয়েছিল এমনকি চওড়া রাস্তা পাশ থেকে ভেঙে গিয়ে যাতায়াতের একেবারে অযোগ্য হয়ে উঠেছিল। ফলে একটু বৃষ্টি হলেই ওই রাস্তায় ঘটতো দূর্ঘটনা। দূর্ঘটনার কবলে পড়ে সাধারন মানুষ সহ স্কুল কলেজের পড়ুয়াদের হাত-পা ভাঙার চিত্রও ধরা পড়েছে বারংবার। স্থানীয় ও পড়ুয়াদের কথা মাথায় রেখেই ওই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয় মিনাখাঁর বিধায়িকা উষা রানী মন্ডলের উদ্যোগে। রাস্তা সংস্কার প্রসঙ্গে বিধায়িকা জানান, ওই রাস্তা ভগ্নদশা অবস্থায় থাকার জন্য রাস্তা দিয়ে যাতায়াতকারী এলাকার সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছোট ছোট পড়ুয়ারা প্রায়ই দূর্ঘটনার কবলে পড়ে, খুবই ভোগান্তির শিকার হয়। এলাকাবাসীর কথা মাথায় রেখেই কার্যত রাস্তার কাজ শুরু করা হয়েছে। আগামীদিনে বামুনপুকুর এলাকায় থাকা আরও বেশ কিছু রাস্তার কাজও খুব শীঘ্রই শুরু করা হবে। শুরু হওয়া রাস্তার কাজ দু’ সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদী। বর্ষা শুরু হবার আগে বেহাল অবস্থায় থাকা রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।









