Banner Top

বিধায়ক মানবিক নজির গড়লেন চন্ডিপুরে

       

দুর্ঘটনায় আহতকে চিকিৎসার ব্যবস্থা করে বিধায়ক মানবিক নজির গড়লেন চন্ডিপুরে

               দাবদাহ লাইভ, কাঁথি, অক্ষয় গুছাইতঃ  সিনেমার পাশাপাশি বাস্তবেও নায়কের মতো কাজ করে অনন্য নজির সৃষ্টি করলেন পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরের বিধায়ক তথা মহানায়ক উত্তম কুমার সম্মানে ভূষিত অভিনেতা সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বিধানসভায় চন্ডিপুর এলাকায় দুটি স্কুলের অনুষ্ঠান ও একটি দলীয় কর্মসূচি সেরে যখন সোহম চক্রবর্তী  কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।  ফেরার পথে হলদিয়া মেছেদা ১১৬বি জাতীয় সড়কে কুমারগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তিনি  নিজের গাড়িতে ওই আহত ব্যাক্তিকে তুলে চিকিত্‍সার জন্য নিয়ে আসেন পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। হাসপাতালে সোহম ইমারজেন্সিতে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ওই ব্যক্তির  চিকিত্‍সার ব্যবস্থা করেন। আহত ওই ব্যক্তি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালেই চিকিত্‍সাধীন। এ প্রসঙ্গে বিধায়ক সোহম চক্রবর্তী বলেন, ‘ফেরার সময় কুমারগঞ্জ এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। সম্ভবত ওই ব্যক্তি দুর্ঘটনা গ্রস্ত ছিলেন। সঙ্গে সঙ্গে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করি, দ্রুতই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ওই ব্যক্তিকে। বর্তমানে চিকিত্‍সা চলছে।’  স্থানীয় সূত্রে জানা যায় ওই আহত ব্যক্তির নাম আশিস মাইতি (৬০)। বাড়ি তমলুক থানার অন্তর্গত নাইকুড়ি গ্রামে । পেশায় তিনি একজন পান ব্যবসায়ী। সন্ধ্যা নাগাদ নিমতৌড়িতে পান আড়ৎ থেকে বাড়ি ফেরার সময় কুমারগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।  বিধায়কের এহেন নায়কোচিত কাজে ও মানসিকতায় মুগ্ধ চন্ডিপুরবাসী।

দুর্ঘটনায় আহতকে চিকিৎসার ব্যবস্থা করে বিধায়ক মানবিক নজির গড়লেন চন্ডিপুরে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment