Banner Top

বিধানসভা অধিবেশনে মন্ত্রীসভার পদত্যাগের দাবীতে বিক্ষোভ

                                    দাবদাহ লাইভ, কোলকাতা, বৈশাখী সাহাঃ রাজ্যে শিক্ষক নিয়োগে অযোগ্যদের চাকরির সুবন্দোবস্ত করা হয়েছে রাজ্য মন্ত্রীসভার হস্তক্ষেপে। এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রীসভার পদত্যাগের দাবিতে সোমবার বিধানসভায় মুখর হয় বিজেপি। এদিন বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে দৃষ্টি আকর্ষণ পর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ১০ জন বিজেপি বিধায়ক একটি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টির উপর আলোচনা দাবি করেন। কিন্তু অধ্যক্ষ বর্তমানে বিচারাধীন বলে সেই দাবি খারিজ করে দেওয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সদস্যরা সভাকক্ষে অবৈধ নিয়োগের পদ তৈরীর সুপারিশকারী মন্ত্রীসভার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করে। কিছুক্ষণ পরে তাঁরা অধিবেশন কক্ষ থেকে বেড়িয়ে  যায়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের সুপারিশ করেছে রাজ্য মন্ত্রিসভা। এটি একটি বড় দুর্নীতি। সেই কারনে মুখ্যমন্ত্রী সহ তাঁর সম্পূর্ণ মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত। একইসাথে তাদের পদত্যাগেরও দাবি করে এদিন বিজেপি। পাশাপাশি মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অপমান সূচক মন্তব্য করেছেন এমন অভিযোগ তুলেও বিজেপি পরিষদীয় দল এদিন বিক্ষোভ দেখাতে থাকে। তার-ই প্রতিবাদে মঙ্গলবার দলের মহিলা বিধায়করা সবাই মুলতবি প্রস্তাব আনবেন বলে বিরোধী দলনেতা জানান।

বিধানসভা অধিবেশনে মন্ত্রীসভার পদত্যাগের দাবীতে বিক্ষোভ
User Review
77% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment