বিদ্যুৎ বিল নিয়ে বচসা- খুনোখুনি মালদায়
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ ইলেকট্রিক বিল দেওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে বিবাদ। আর সেই বিবাদকে কেন্দ্র করে বাবাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুরের ইমাম জাইগির গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে আনা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের নাম মোজাহার শেখ(৬২)। অভিযুক্ত ছেলে সেন্টু শেখ। ঘটনার পরেই অভিযুক্ত ছেলে পলাতক। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মোজাহার সেখের ছোট ছেলে সেন্টু সেখ এর সাথে গতকাল রাতে বাড়ির ইলেকট্রিক বিল নিয়ে গন্ডগোল বাঁধে। সেই গন্ডগোলকে কেন্দ্র করেই বাবাকে মারধর করে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠে ছেলের বিরুদ্ধে। পরিবার সূত্রে আরও জানা যায় তিন মাসে বাড়ির ইলেকট্রিক বিল আসে তিন হাজার দুই শত টাকা। সেই ইলেকট্রিক বিল বাবাকে দিতে বলে তার ছেলে। বাবাও অনুরোধ জানায় তার ছেলেকে বিলটি দিয়ে দেওয়ার জন্য। এই নিয়ে তাদের মধ্যে শুরু হয় গন্ডগোল। ঘটনার পরেই অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুরের ইমাম জাইগির গ্রামে। এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা গ্রামে।







































