বিদ্যুৎস্পৃষ্টে নিহত আহত পুণ্যার্থীদের দেখভালে মন্ত্রী হাজির
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীর। পুণ্যার্থীরা প্রত্যেকে একটি ছোট গাড়িতে করে ডিজে বাজিয়ে যাচ্ছিলেন। সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান। শর্ট সার্কিট থেকেও এই ঘটনা ঘটেছে কিনা তা’ খ তিয়ে দেখছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগডোগরা হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। কোচবিহারের শীতলকুচিতে মৃত পরিবারের বাড়ি গিয়ে তাদের পাশে থাকার বার্তা দেবেন বলে জানান অরূপ বিশ্বাস। আহতদের উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় তা করা হবে বলেও জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।









