বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বাবা-ছেলের
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ হাইটেনশন বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার অন্তর্গত শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের ধৌড়জামুয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ধৌড়জামুয়া গ্রামের বাসিন্দা ৫৬ বছর বয়সী দুলাল চন্দ্র কর শুক্রবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে গবাদি পশুর খাওয়ার ঘাস কাটতে যান। ওই ধানের জমিতেই আগে থেকেই ছিঁড়ে পড়েছিল হাইটেনশন বিদ্যুতের তার। সেই ছেড়া তারে পৃষ্ট হয়ে ঘটনস্থলেই প্রাণ হারান দুলাল বাবু। এদিকে দীর্ঘক্ষণ বাড়িতে বাবা ফিরছে না দেখে, বাবার খোঁজে বের হন দুলাল বাবুর ২৯ বছরের ছেলে বিষ্ণুপদ কর । সেই ধানের জমিতে বাবাকে ডাকতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান ছেলে বিষ্ণুপদ। তরতাজা দুটি প্রাণ অকালে চলে যাওয়াতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই ঘটনার জন্য বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছে এলাকাবাসী। বিদ্যুৎ দপ্তরের গাফিলিতে সরব হন গ্রামবাসীরা। গতকালই ঘটনাস্থলে উপস্থিত হয় মোহনপুর থানার পুলিশ। ময়নতদন্তের পর আজ শনিবার বাবা ও ছেলের মৃতদেহ গ্রামে প্রবেশ করলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ঘটনাস্থলে বেলদা থানার এসডিপিও সামিম বিশ্বাস সহ পুলিশ আধিকারিকরা পৌঁছলে তাদের সামনে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। সমস্ত দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।








