বিদ্যুতের খুঁটি ভেঙে বৃদ্ধ চিকিৎসাধীন
দাবদাহ লাইভ, পাঁশকুড়া, অক্ষয় গুছাইতঃ বিদ্যুতের খুঁটি মাথায় ভেঙে পড়ে গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত খুকুড়দহ লক্ষী বাজারে। সম্প্রতি, সকালে ধান কিনে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। অশঙ্কাজনক অবস্থায় আহত বৃদ্ধকে নিয়ে আসা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায় রাস্তায় ইলেকট্রিক এর কাজ চলছিল আর সেই সময় ইলেকট্রিক খুঁটির গায়ে সাইকেল ঠেকিয়ে রাখতে গিয়ে ইলেকট্রিকের খুঁটি মাথার ওপর ভেঙে পড়ে। আহত বৃদ্ধের নাম জিতেন মন্ডল, বাড়ি বৃন্দাবনচক এলাকায় । বয়স আনুমানিক 70 বছর। আশঙ্কাজনক অবস্থায় দাসপুর থানার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে, বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

















