বিদ্যালয়ে ফিলাটেলী ক্লাবের উদ্বোধন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ সম্প্রতি, উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশনে একটি ফিলাটেলী ক্লাবের উদ্বোধন করেন বারাসাত বিভাগীয় ডাক অধীক্ষক ভূপাল মজুমদার। দেশ বিদেশের স্ট্যাম্প সংগ্রহ তথা ফিলাটেলীর প্রতি আগ্রহ বাড়লে প্রকৃত পক্ষে পড়ুয়াদের সাধারন জ্ঞান ও বিষয় ভিত্তিক বিভিন্ন শাখায় জ্ঞান অর্জনের পথ প্রশস্থ করে যা সার্বিক পড়াশুনার ক্ষেত্রে খুবই সহায়ক ও সদর্থক বলেও জানান বিভাগীয় অধীক্ষক। উল্লেখ্য, বর্তমানে অনলাইন ও সোস্যাল মিডিয়ার জগতে উৎসাহিত স্কুল পড়ুয়াদের মধ্যে স্ট্যাম্প সংগ্রহের বর্ষপ্রাচীন অভ্যাসটি ফিরিয়ে আনা ও ফিলাটেলী সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই অনুষ্ঠানের উদ্দেশ্য বলে জানা যায়। এদিন পড়ুয়াদের নিয়ে ফিলাটেলীর উপরে একটি ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডাক বিভাগের এই গঠনমূলক অনুষ্ঠানকে সাধুবাদ জানান স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক দেবাশীষ পোদ্দার সহ শিক্ষক ও শিক্ষা কর্মী ও আধিকারীকবৃন্দের উপস্থিতি এই অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় এনে দিয়েছে।

















