বিডিও অফিস স্থানান্তর এর সিদ্ধান্ত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ মানুষের অসুবিধার কারনে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বিডিও অফিস স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। সেই অনুযায়ী এদিন দুপুর দুটো নাগাদ ‘নারকেলতলা কিষাণ মান্ডি’ পরিদর্শনে যান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলী, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য-কর্মাধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, উত্তর ২৪ পরগনার আরএমসি-র সেক্রেটারি কাশিনাথ মহান্তি, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ রাকেশ মন্ডল সহ আরো অনেকে। মান্ডি পরিদর্শন করার পর বিধায়ক জানান, হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে সুষ্ঠু পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের। তাই সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে, একইসাথে তাদের সুষ্ঠু পরিষেবা দেবার লক্ষ্যে হিঙ্গলগঞ্জ ভিডিও অফিস স্থানান্তর করে নারকেলতলা কিষান মান্ডিতে নিয়ে যাওয়ার জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদি নারকেলতলা কিষাণ মান্ডিতে বিডিও অফিস স্থানান্তর করা হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে, এছাড়াও বিডিও অফিসে যে সকল কাজকর্ম হয়, সেই কর্মকান্ডের ক্ষেত্রেই বা কি কি সুবিধা ও অসুবিধা হতে পারে, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় এদিন তাঁরা খতিয়ে দেখেন।
নিউজ এক ঝলকে
বিডিও অফিস স্থানান্তর এর সিদ্ধান্ত
0%

















