বিজেপি এস সি মোর্চার উদ্যোগে বিজয়া সম্মেলন পালিত
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ বিজেপি এস সি মোর্চার উদ্যোগে নোয়াপাড়া বিধানসভার ১০৭ ও মন্ডল ৪ নম্বর থেকে মহাসমারোহে পালিত হল শান্তিনগর জাফরপুর “সন্ধ্যা ভিলা অনুষ্ঠান গৃহে” শুভ বিজয়া সম্মেলন। সান্ধ্য অনুষ্ঠানের শুরুতেই সকলের সঙ্গে প্রীতি ও শুভেচ্ছা সাদর অভ্যর্থনা পরস্পরের মধ্যে বিনিময় হয়। বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ সুদীপ আদিত্য দাস এস সি মোর্চা পশ্চিমবঙ্গ, মোর্চার রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ছিলেন উজ্জ্বল দাস জেলা সভাপতি এস সি মোর্চা, সরজিত সরকার সাধারণ সম্পাদক বারাকপুর এসসি মোর্চা, সন্দীপ ব্যানার্জি জেলা সভাপতি। এস পি ব্যারাকপুর। এছাড়াও ছিলেন নোয়াপাড়ার বিধানসভার এস সি মোর্চার আহবায়ক এবং একনিষ্ঠ কর্মী বীরেন বিশ্বাস, বিথীকা দাস জগদ্দল বিধানসভার ২১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক বৃষ্টি দাস, ত্রিদিব গায়েন বিশিষ্ট আইনজীবী বৃষ্টি দাস রাজ্য কমিটি সদস্যা এস সি মোর্চা, ত্রিদিব গায়েন রাজ্য যুগ্ম সম্পাদক এস সি মোর্চা এবং শুক্লা শিকদার রাজ্য কমিটি সদস্যা এস সি মোর্চা বসিরহাট কো ইনচার্জ, রেখা দাস মহিলা মোর্চা তপশিলি জাতি সভাপতি এছাড়াও আরো অনেকে। প্রসঙ্গত গতকাল বিজয়া সম্মেলনের সঙ্গে বিশেষভাবে পালিত হয় মহামুনি বাল্মিকির জন্ম দিবস। সুন্দর ও সাবলীল বক্তব্যের মধ্যে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়।









