বিজেপির নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডা
দাবদাহ লাইভ, খড়গপুর, অক্ষয় গুছাইতঃ আসন্ন পঞ্চায়েত ভোটে নিজেদের জমি পাকা করতে শাসক দলের পাশাপাশি মাঠে নেমে পড়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের তমলুকের ডিমারি বাজারে বিজেপির এক জনসভায় বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে মোটা ডান্ডা ও যাবে বলে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। সুকান্ত বলেন,”মুখ্যমন্ত্রী চপ ছাড়া কিছু জানেন না, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রতে তোলাবাজি কে করবে? সৌমেন না বিপ্লব?” এখানেই শেষ নয়, তিনি বলেন, “তৃণমূল কবিতার লাইন চেঞ্জ করে দিয়েছে। আসলে তোলা ছাড়া তৃণমূল কংগ্রেস কিছু জানে না। যে জেলা সভাপতি বেশি তোলা দিতে পারে না তাকে বদলি করে দেয়। সবে ইডি সিবিআই খেলতে শুরু করেছে, খোকাবাবু ডাক পেয়েছেন, অমিত শাহকে বলছে পাপ্পু, নিজে অ্যাপু, পিসির দৌলতে জায়গা পেয়েছে, যদি বিজেপিতে থাকতো বুথ সভাপতিও বানাতাম না।” এরপর আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপি নেতা বলেন, ‘বাপের বেটা হলে সুকান্তর বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দেখাও। পশ্চিমবঙ্গে পিসির চপ আর ঢপ শিল্প চলছে।’ পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতেও এদিন তীব্র আক্রমণ শানাতে শোনা যায় বিজেপির রাজ্য সভাপতির মুখে।



















