বিজেপিতে ভাঙন ভগবানপুরে
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, ভগবানপুর: লোকসভা ভোটের আগে বড়সড় ভাঙন দেখা দিল বিজেপিতে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নং ব্লকের গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখনকার ১২০ জন বিজেপি কর্মী যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে। ১৭ মার্চ গুড়গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে আসন্ন লোকসভা নির্বাচনের একটি প্রচার কর্মসূচিতে এই কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বারিক। রদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিত , ভগবানপুর ১-নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন মন্ডল , ভগবানপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পন্ডা, চন্ডিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল প্রধান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

















