বিচারককে কটুক্তি করায় গ্রেফতার ও পরে ক্ষমাপ্রার্থী
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বিচারককে কটু কথা বলায় গ্রেপ্তার হয়েছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যংকের এক মহিলা আধিকারিক। শর্তসাপেক্ষে শুক্রবার রাতেই ছাড়া পান তিনি। শনিবার তিনি হাজিরা দিতে আদালতে এলে তার দূর্ব্যবহারের জন্য ব্যাংক আধিকারিককে ভর্ৎসনা করে আদালত। গতকালের ঘটনার জন্য আদালতে ক্ষমা চেয়ে নেন ব্যাংক আধিকারিক। উল্লেখ্য, শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে ভরা এজলাসে বিচারককে কদর্যভাষায় আক্রমণ করেছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ধূপগুড়ি শাখার ডেপুটি ম্যানেজার বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁকে সতর্ক করা হলেও তিনি শোনেননি। এই ঘটনার পর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন বিচারক অনুমিতা ভট্টাচার্য। আদালতের নির্দেশের পর পরই আদালতে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে রাতে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। শনিবার তাঁকে ফের জলপাইগুড়ি জেলা আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতো তিনি হাজির হয়ে ক্ষমা চেয়ে নেন। ছাড়া পাবার পরে তিনি জানান তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। তাই তিনি আজকে সবার সামনে ক্ষমা চেয়ে নিলেন। ভবিষ্যতে তিনি এ ধরনের কোন কাজ করবেন না বলে আদালতে জানিয়ে দেন।
খবর এক নজরেঃ
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
ভরা এজলাসে বিচারককে কটুক্তি, গ্রেফতার ও ক্ষমাপ্রার্থী
বিচারককে কটুক্তি করায় গ্রেফতার ও পরে ক্ষমাপ্রার্থী
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বিচারককে কটু কথা বলায় গ্রেপ্তার হয়েছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যংকের এক মহিলা আধিকারিক। শর্তসাপেক্ষে শুক্রবার রাতেই ছাড়া পান তিনি। শনিবার তিনি হাজিরা দিতে আদালতে এলে তার দূর্ব্যবহারের জন্য ব্যাংক আধিকারিককে ভর্ৎসনা করে আদালত। গতকালের ঘটনার জন্য আদালতে ক্ষমা চেয়ে নেন ব্যাংক আধিকারিক। উল্লেখ্য, শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে ভরা এজলাসে বিচারককে কদর্যভাষায় আক্রমণ করেছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ধূপগুড়ি শাখার ডেপুটি ম্যানেজার বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁকে সতর্ক করা হলেও তিনি শোনেননি। এই ঘটনার পর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন বিচারক অনুমিতা ভট্টাচার্য। আদালতের নির্দেশের পর পরই আদালতে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে রাতে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। শনিবার তাঁকে ফের জলপাইগুড়ি জেলা আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতো তিনি হাজির হয়ে ক্ষমা চেয়ে নেন। ছাড়া পাবার পরে তিনি জানান তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। তাই তিনি আজকে সবার সামনে ক্ষমা চেয়ে নিলেন। ভবিষ্যতে তিনি এ ধরনের কোন কাজ করবেন না বলে আদালতে জানিয়ে দেন।









