বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ার ডাক খালিসাদি অনুভবের
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ জেলায় বাল্য বিবাহ মুক্ত করার পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে সচেতন করার কাজে যুক্ত হাড়োয়া থানার খালিসাদি অনুভব ওয়েলফেয়ার এস্যোসিয়েশন। সাম্প্রতিক কালে, উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সচেতনতা শিবিরে বোঝানোর কর্মসূচী সহ র্যালি প্রোগ্রামের মাধ্যমে এলাকার অভিভাবকদিগেরও এ ব্যাপারে সচেতন করাই মূল উদ্দেশ্য বলে জানালেন সভাপতি শম্ভ ভট্টাচার্য্য ও টিনা সরকার। আরও জানালেন ছোটদের ন্যায্য বিচারের দাবী দীর্ঘ দিনের। ২০৩০ সালে বাল্য বিবাহ নুক্ত ভারত গড়তে এই গোটা নভেম্বর মাস ধরেই চলবে জেলা জুড়ে প্রচার কর্মসূচী। হাড়োয়া, মিনাখাঁ, রাজারহাট, গাইঘাটা ও হাসনাবাদ থানায় এই কর্মসূচী সারা মাস ধরে চলবে বলে জানালেন জেলা কোর্ডিনেটর টিনা সরকার।

















