বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় প্রাণে বাঁচলো জেলার যুবক
দাবদাহ লাইভ, পুর্ব মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনায় প্রাণে বাঁচলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের যুবক। ওড়িশার বালেশ্বরের দুর্ঘটনাগ্রস্থ ট্রেনেই ছিলেন রামনগরের বারাঙায়ার আতাবুল খান। তিনি কোনক্রমে প্রানে বেচেঁছেন। ঘটনার ভয়াবহতা এখনো ভুলতে পারছেন না তিনি। নিজে আহত হলেও তিনি অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন। দুর্ঘটনার পর কোনক্রমে আহত অবস্থায় বাড়ি ফিরেছেন তিনি। হাত ভেঙে গেছে তার। সেই ভয়াবহ ঘটনার স্মৃতি শোনালেন তিনি। রামনগর-২ ব্লকের দেপাল পঞ্চায়েতের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিত্সার জন্য পাঠানো হয়েছে বালিসাই হাসপাতালে। আহত ব্যক্তিকে প্রশাসনের তরফ থেকে সব রকম সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন দেপাল অঞ্চলের উপপ্রধান তাপস কান্তি দত্ত।








