বারাসাত মধ্যমগ্রামে তালিকা সংশোধনে অনিয়ম
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সাংবাদিকঃ বিশেষ ভোটার সংশোধনী কর্মসূচী গোটা রাজ্যে বাস্তবায়িত হলেও অভিযোগের পাহাড় যেমন জমছে্ তেমন সাধারণ ভোটারদের মধ্যে এ বিষয়ে আতঙ্ক তৈরী হচ্ছে বলে অভিযোগ উঠছে। উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে বি এল ও-র বিরুদ্ধে ক্যাম্পিং করার অভিযোগ উঠছে। বাড়ী বাড়ী না গিয়ে শাসক দলের সহায়তা কেন্দ্রের সামনেই বুথ অফিসার ফর্ম বিলি করছে বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ উঠছে। জেলায় কিছু কিছু এলাকায় সাধারণ মানুষ বি এল ওকে ঘিরে বিক্ষোভও হচ্ছে বলে জানা যায়। আবার মধ্যমগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে সেই একই অভিযোগ। ভোটার তালিকা সংশোধনের নামে আতঙ্কে কয়েক জনের মৃত্যু ঘটেছে গোটা রাজ্যে। যদিও রাজ্য নির্বাচন কমিশনের সাফ নির্দেশ প্রত্যেক বাড়িতেই আধিকারিক যাবেন। সেই নির্দেশ না মানলে শাস্তিও হতে পারে বলে বিশেষ সূত্রে কমিশন জানায়। এই সংশোধন চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, এ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় ১২জন বি এল ওকে নির্বাচন কমিশনের নির্দেশ ভঙ্গের চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রে জানা যায়। বিহারে এই সংখ্যা শতাধিক ছিল।

















