বিনা ব্যায়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রেস ক্লাবের
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি উত্তর ২৪ পরগণা জেলার জেলা পরিষদ ভবনে তিতুমীর কক্ষে বারাসাত প্রেস ক্লাবের পরিচালনায় স্বাস্থ্য বিষয়ক এক শিবির ও আলোচনার উদ্বোধন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত, সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য, সহসভাপতি গৌতম ঘোষ ও সদস্যগণ। ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডঃ তপন বিশ্বাসের কথায় বারাসাত প্রেস ক্লাবের সুপারিশে কম দামে সারভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলেন। বসিরহাট জেলা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস বলেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূল ত্রুটি সমালোচনার মাধ্যমে সঠিক কাজ করতে সাহায্য করে বলে বলিষ্ঠ ভাবে জানান। এই ধরনের কাজের মাধ্যমে চলার পথের দিশাই দেখানো হয় বলেও মন্তব্য করেন।













