বারাসাত পৌরসভার উদ্যোগে ডাম্পিং গ্রাউন্ড
নির্মাণ কাজ দ্রুত গতিতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত পৌর এলাকার দীর্ঘ দিনের জঞ্জাল জট সমাধানের পথে বলে সাম্প্রতিককালে জানা যায়। ১৯ নাম্বার ওয়ার্ড লাগোয়া পঞ্চায়েত এলাকায় বেশ কয়েক একর জমি নিয়ে এক ডাম্পিং গ্রাউন্ড তৈরীর পরিকল্পনা পৌরসভা হাতে নিয়েছে বলে জানালেন জঞ্জালের দায়িত্বে থাকা সি আই সি সদস্য সৌমেন আচার্য। আগামী বছরের গোড়ার দিকে জঞ্জাল ফেলার কাজ শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। যেমন কর্মসংস্থান হবে তেমনও সাধারণ এলাকাবাসীদের দীর্ঘদিনের জঞ্জাল সমস্যা সমাধানও হবে। উল্লেখ্য, ২০১৪ সালে স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার উদ্বোধন করলেও জমি জটে এই পরিকল্পনা মাঝ পথে আটকে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শাসক দলের মধ্যেই বিবাদ প্রকাশ্যে চলে আসে। ২০২৩ সালের সেই জট স্থানীয় নেতৃত্ব তথা কাউন্সিলার তাপস দাশগুপ্ত অগ্রণী ভূমিকা নিলেও গোল থেকে যায়। এবারে পারিষদীয় সদস্য সহ পৌরপ্রধান ও সাংসদের উদ্যোগে সেই জট পুরোপুরি ছেড়ে যায়। নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে বলে পরিদর্শনে এসে জানালেন সৌমেন আচার্য। ড্রেন তৈরী সহ প্রায় ১৭.০ কোটি টাকার এই প্রকল্প বারাসাত বাসির জঞ্জাল বিষয়ে স্থায়ী সমাধান বলে জানালেন পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায়।

















