বারাসাত জেলা পুলিশের উদ্যেগে প্রতারিতদের টাকা ফেরৎ
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ তিরিশে ডিসেম্বর বুধবার সকালে বারাসাত এস পি অফিসে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এস পি প্রতিক্ষা ঝাড়খাড়িয়া। কতো কেস হয়েছে কতো রিকভারি হয়েছে তার একটা পরিসংখ্যান তুলে ধরেন বারাসাত জেলা পুলিশ। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এস পি ম্যাডাম বলেন বারাসাতে কেস হয়েছে ষাট খানা। টোটাল ফ্রড হয়েছে বারো কোটি ছয় লাখ আশি হাজার টাকা তার মধ্যে ফেরৎ হয়েছে চার কোটি। সাংবাদিকদের বলেন ষাটটা কেসের ফিনান্সিয়াল ফ্রড হয়েছে সাতচল্লিশ কল সেন্টার সম্পর্কিত হয়েছে চারটে ফেক সিম রিলেটেড হয়েছে দুটো আর সোস্যাল মিডিয়া রিলেটেড হয়েছে ষাটটা। এই পরিসংখ্যান সাংবাদিকদের সামনে তুলে ধরেন এস পি। প্রথম পর্বে পার্সেন্ট ছিলো আটষট্টি শতাংশ আরও আছে নটা থানা সেখানেও অভিযোগ জমা পড়েছে এবং ফ্রড হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সেই অর্থ সংখ্যা নয় কোটি সাতাশি লাখ কিছু ছিলো জিডি কেস কিছু রেফারেন্স এস পি জানান সাইবার থানা ছাড়াও আরও আমার নটা থানা আছে দুটো মিলিয়ে ফ্রড হয়েছে কুড়ি কোটি টাকা আর ফেরৎ হয়েছে ছয় কোটি। ম্যাডাম সাংবাদিকদের বলেন সব মিলিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে তিপ্পান্নটা। যাদের টাকা ফ্রড হয়েছে এমন পাঁচজন লোকের হাতে এদিন চেক ফুল আর মিষ্টির বাক্স তুলে দেওয়া হয়।
নিউজ এক ঝলকে
বারাসাত জেলা পুলিশের উদ্যেগে প্রতারিতদের টাকা ফেরৎ
97%

















