বারাসাতে সামূহিক ভাইফোঁটা
দাবদাহ লাইভ, বারাসাত, অনন্ত চক্রবর্তী: আজ ২৪ অক্টোবর বারাসাতের রথতলা ময়দানে স্বামী বিবেকানন্দ সেবা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হলো সামূহিক ভাইফোঁটা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুভারম্ভে প্রদীপ প্রজ্বলন করা হয় দীপমন্ত্র সহযোগে, দীপমন্ত্র পাঠ করেন সুপ্রীতি সুতার। এরপর শাশ্বতী নাথ সুভাষিতম উচ্চারণ করেন। প্রণব কন্যা আশ্রমের পূজনীয়া মাতাজী উপস্থিত সকলকে আশীর্বচন দান করেন। পরবর্তীতে সমবেত শিশু-কিশোর বোনেরা ভাইদের ফোঁটা দেয় ও মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানায়। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে ভরা এই সুন্দর অনুষ্ঠানের শেষে সকলে আগামী বছর আবারও একত্রিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

















