বারাসাতে সংগঠিত হয় পুলিশের রুটমার্চ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সামনেই অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও দেখা যায় বারাসাত চত্বরে রুট মার্চ করতে পুলিশকে। এদিন দুপুর একটা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলাশাসকের দপ্তর থেকে স্টেশন রোড হয়ে পুরসভা সহ কেএমসি রোডে রুটমার্চ করে পুলিশ ও র্যাফ। এদিন বারাসাত এর এসডিপিও আজিম কে বিদ্যাধর ও বারাসাত থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মৈনাক ব্যানার্জির নেতৃত্বে রুটমার্চ হয়। এ প্রসঙ্গে এসডিপিও বলেন, বারাসাত পুলিশ জেলার এসপি থেকে শুরু করে বিভিন্ন থানার নতুন আধিকারিকরাও যোগ দিয়েছেন এদিনের রুটমার্চে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এলাকা পরিচিতির জন্যই রুটমার্চ করেন তারা। বিভিন্ন থানা এলাকায় পালা করেই চলবে এই রুটমার্চ।

















