অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ যতোই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে পাথেও করেই সোমবার বারাসাতের কাছারি ময়দানে রণসংকল্প নামাঙ্কিত সভায় কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বারাসাতের কাছারি ময়দানে এসে কেন্দ্রের বিরুদ্ধে এক তোপ দাগলেন তিনি। এই সভা থেকেই এই বছর বিধানসভা নির্বাচনে বিজেপিকে শূন্যতে নামিয়ে আনার আহ্বান জানান কর্মী সমর্থক ও বিভিন্ন নেতৃবৃন্দর কাছে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের এস আই আর নীতির তীব্র সমালোচনা করে বলেন জীবিত লোককে মৃত ঘোষণা করে দিছে বলে মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে বারংবার সুর চড়ালেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেন এস আই আর থেকে যে আটান্ন লাখ লোকের নাম বাদ গেছে তাতে কজন বাংলাদেশি পেয়েছেন। বারংবার বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করে বলেন আমরা আপনার দয়ায় বেঁচে নেই পাশাপাশি তিনি কেন্দ্রের আবাস যোজনারও তীব্র সমালোচনা করে বলেন দু হাজার উনিশে নরেন্দ্র মোদী বলেছিলেন সবার মাথার ওপরে ছাদের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার অথচ বাংলার মানুষের বাড়ি তৈরির পঞ্চাশ লক্ষ টাকা আটকে রেখেছে বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। পাশাপাশি তিনি বলেন গতবছর বাংলার মানুষকে আমরা বারো লক্ষ টাকা দিয়েছি আজ থেকে ঠিক পনেরো দিন পর বাড়ির চাবি তুলে দেবেন বলে সোমবার কাছারি ময়দানের সভা থেকে জানিয়েছেন তিনি। তিনি বারবার আজকের রণ সংকল্প সভা থেকে কর্মী সমর্থক ও নেতৃত্বদের কাছে আহ্বান জানিয়ে বলেছেন আপনারা বিজেপিকে তেত্রিশ শূন্য করবেন এই দায়িত্ব আপনাদের সকলের আর বিজেপিকে পঞ্চাশের নিচে নামানোর দায়িত্ব আমার বলে জানিয়েছেন অভিষেক। কেন্দ্রকে নিশানা করে অভিষেক আরও বলেন যে কেন্দ্রীয় সরকার বিশুদ্ধ জল আর বায়ু দিতে পারে না তারা আবার উন্নয়ন করবে বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন তিনি সবসময়ই উদারতায় বিশ্বাসী নয়, তিনি গনতন্ত্রের ওপর যদিও শ্রদ্ধাশীল,যারা যে ভাষায় বোঝে তাদের সেই ভাষাতেই বোঝানো উচিত, শুধু তাই নয় এর পাশাপাশি রবীন্দ্র সংগীত পাশাপাশি একটু ডিজেও বাজানোর কথা বলেছেন তিনি। বাংলা যোগী আদিত্যনাথের হিন্দু নীতিতে বিশ্বাসী নয়,আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাসী। বাংলার নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার আহ্বানও জানান। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কাউন্সিলর সাংসদ ও বিভিন্ন দপ্তরের মন্ত্রী সাথে বিধায়ক ও বিধায়িকাও।এখন দেখার অভিষেকের আজকের সভা বঙ্গ নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাঙ্কে কতোটা অক্সিজেন জোগায়।নিউজ এক ঝলকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে
92%

















