
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত বন্ধন স্কিল ডেভালপমেন্ট সেন্টারের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচজন উদ্দ্যোগপতিকে স্নাতক উপাধি দিয়ে সম্মাননা জানানো হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন বারাসাত পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বন্ধনের ভাইস-প্রেসিডেন্ট শান্তময় চ্যাটার্জী, বোর্ডের সদস্যা অশোকা চ্যাটার্জী, বারাসাত পৌর পারিষদীয় অভিজিত নাগ চৌধুরী ও স্থানীয় সমাজসেবী প্রেমা রায়। বন্ধন ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় গড়ে ওঠা এই সংস্থা দীর্ঘ দিন ধরে উদ্দ্যোগপতি গড়ার কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গ সহ মধ্যপ্রদেশ, বিহার, আসাম ও উড়িষ্যা রাজ্যে মোট ২৩ টি কেন্দ্রে ১৮ থেকে ৩০ বছরের যুবক যুবতীদের এই প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষিত করে বলে সাংবাদিকদের জানালেন বন্ধন কোনন্গরের প্রোগ্রামার শান্তনু পোদ্দার। তিনি আরও জানালেন এ পর্যন্ত প্রায় ৩২০০০ প্রশিক্ষনপ্রাপ্ত কর্মীরা বিভিন্ন কাজের সাথে যুক্ত। পুর প্রধান অশনি মুখোপাধ্যায় কৃষি ভিত্তিক উদ্দ্যোগপতি গড়ার উপর জোর দেওয়ার পরামর্শ দেন। সেই সাথে বারাসাত পৌর এলাকার যুবক-যুবতীদের নিয়ে যৌথ ভাবে প্রশিক্ষনের প্রস্তাবও দেন।













