বাম যুব–ছাত্রদের উত্তরকন্যা অভিযান
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বাম যুব–ছাত্রদের উত্তরকন্যা অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার শিলিগুড়ি। প্রসঙ্গত অভিযান আটকাতে শিলিগুড়ি তিন বাত্তি মোড়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে বেরিকেড দেওয়া হয়। তবে নিজেদের উদ্দেশ্যে অনড় ছিলেন ডি ওয়াই এফ আই এর কর্মীরা। তারা সেই বেরিকেড ভেঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পুলিশের তরফ থেকে তাদের আটকাতে লাঠিচার্জ করা হয় ও কাদানে গ্যাসের শেল ফাটানো হয়। পুলিশের দিকে ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে ডিওয়াইএফআইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন ডি ওয়াই এফ আই সমর্থক, কয়েকজন পুলিশও আহত হয়েছেন বলে সূত্রে খবর মিলেছে। প্রসঙ্গত মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে নিয়োগ দুর্নীতির অভিযোগ সহ আরো বেশ কিছু অভিযোগ নিয়ে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই উত্তরকন্যা অভিযানের ডাক দেয়। উত্তরকন্যা অভিযানকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।








