বাণীপুর লোক উৎসব বছরের শেষে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ ৩০শে ডিসেম্বর থেকে বাণীপুর লোক উৎসব শুরু হবে বলে এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির সভাপতি নারায়ণ সাহা জানান। প্রখ্যাত বাউল শিল্পী এই উৎসবের উদ্বোধন করবেন বলেও জানান। উৎসবের অংশ হিসাবে থাকছে বিভাগীয় বিভিন্ন প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির, কৃষি প্রদর্শনী সহ নাটক ও যাত্রা। সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংষ্কৃতিক কেন্দ্র সহ তথ্য ও সংষ্কৃতি দপ্তরের সাহায্যে নলখড় ও টিনের সেটে টেরাকোটায় নির্মাণ মূল ফটক। নিরাপত্তা ব্যবস্থায় সিসিটিভি লাগিয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। পুলিশ প্রশাসন নিরাপত্তার দায়িত্বে। মেলা চলবে ৭ই জানুয়ারী পর্যন্ত।

















