বাগজোলা খাল সংস্কারে উদ্যোগী রাজ্য সরকার
দাবদাহ লাইভ, দমদম, সুমিত মজুমদারঃ বাগুইহাটি কেষ্টপুর সংলগ্ন বাগজোলা খাল সংস্কারে উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। এই উপলক্ষে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বাগজোলা খাল পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বোরো চেয়ারম্যান দেবরাস চক্রবর্তী এবং অন্যান্য কাউন্সিলাররা সুশোভন মন্ডল, ঝুঙ্কু মন্ডল অতীন্দ্রপ্রসাদ সানা, পূর্ণিমা নস্কর। পাশাপাশি আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাত মিশ্র। আরও উল্লেখ্য, এই খাল সংস্কার নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আবেদন জানিয়েছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন কথা দিয়েছিলেন এই খাল সংস্কারে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর সঙ্গে নিয়ে সেচমন্ত্রী বাগজোলা খাল সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিদর্শনে। খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে বলে জানালেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।















