পাঁচদিনের বাউল ও লোক উৎসব
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ সব লোকে কয় লালন কি জাত সংসারে, / বেঁধেছে এমনও ঘর শূন্যের ওপর পোস্তা করে / ধন্য ধন্য বলি তারে – বাংলার হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য সংস্কৃতি ও চিরায়ত মাটির গান সেই হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য পরম্পরা ও বাউল গানকে আবার ফিরিয়ে আনতে পাঁচদিনের বাউল ও লোক উৎসবের আয়োজন করা হয়েছে। সাতাশে ডিসেম্বর মধ্যমগ্রাম আরতি সিনেমা হলের সামনে থেকে একটা পদযাত্রা এসে পৌঁছায় শিশু ভারতীর মাঠে। মৌসুমী সেনগুপ্ত নামাঙ্কিত মঞ্চে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউল ও লোক উৎসবের সভাপতি কমলেশ সাহা, এছাড়াও বক্তব্য রাখেন জয়ন্ত বসু ও চিকিৎসক সুদেব ব্যানার্জী। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাসাত রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী প্রণবেশনন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তি জাতীয় শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক এন বি কাঞ্জিলাল/ গৌরাঙ্গ ঘটক/ আর কে চক্রবর্তী ( আই এম এ সহ সভাপতি বেঙ্গল শাখা) উপস্থিত ছিলেন সারে গামা কালার্স বাংলা খ্যাত শিল্পী তানিয়া দামের পরিচালনায় ও নির্দেশনায় ও পরিবেশনায় ছিলো সঙ্গীত অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উদ্বোধন করেন অনুষ্ঠানের সুভেনির। বাইশ তম এই বাউল ও লোক উৎসব অনুষ্ঠিত হবে সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত।
রাজ্যের Faশন
পাঁচদিনের বাউল ও লোক উৎসব
97%

















