Banner Top

পাঁচদিনের বাউল ও লোক উৎসব

                                                                  দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ   সব লোকে কয় লালন কি জাত সংসারে,  /  বেঁধেছে এমন‌ও ঘর শূন্যের ওপর পোস্তা করে / ধন্য ধন্য বলি তারে –  বাংলার হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য সংস্কৃতি ও চিরায়ত মাটির গান সেই হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য পরম্পরা ও বাউল গানকে আবার ফিরিয়ে আনতে  পাঁচদিনের বাউল ও লোক উৎসবের আয়োজন করা হয়েছে। সাতাশে ডিসেম্বর মধ্যমগ্রাম আরতি‌ সিনেমা হলের সামনে থেকে একটা পদযাত্রা এসে পৌঁছায় শিশু ভারতীর মাঠে। মৌসুমী সেনগুপ্ত নামাঙ্কিত মঞ্চে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউল ও লোক উৎসবের সভাপতি কমলেশ‌  সাহা, এছাড়াও বক্তব্য রাখেন জয়ন্ত বসু ও চিকিৎসক সুদেব ব্যানার্জী। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাসাত রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী প্রণবেশ‌নন্দ‌‌।
 এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তি জাতীয় শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক এন বি‌ কাঞ্জিলাল/ গৌরাঙ্গ ঘটক/ আর কে চক্রবর্তী ( আই এম এ সহ সভাপতি বেঙ্গল শাখা) উপস্থিত ছিলেন সারে গামা কালার্স বাংলা খ্যাত শিল্পী তানিয়া দামের পরিচালনায় ও নির্দেশনায় ও পরিবেশনায় ছিলো সঙ্গীত অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উদ্বোধন করেন অনুষ্ঠানের সুভেনির। বাইশ তম এই বাউল ও লোক উৎসব অনুষ্ঠিত হবে সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত।

রাজ্যের Faশন

বেঙ্গল ফ্যাশন স্টার গৌরবের শিখরে

বেঙ্গল ফ্যাশন স্টার: গৌরবের শিখরে

     দাবদাহ লাইভ, ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:  বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের মনোমুগ্ধকর পেজেন্ট শো, যেখানে প্রায় ১৪০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নেন। সৌন্দর্য, প্রতিভা ও ব্যক্তিত্বের অনবদ্য সমন্বয়ে সাজানো এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করেন। নানা বয়স ও পটভূমির প্রতিযোগীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও দর্শকনন্দিত। ঝলমলে আলো, মনোমুগ্ধকর পরিবেশনা এবং উৎসবমুখর আবহে পেজেন্ট শোটি দিনভর ছিল উপচে পড়া দর্শকের ভিড়ে মুখর। সিমি তরফদার ও দীপক বিশ্বাস-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল ফ্যাশন স্টার সিজন ৪। অনুষ্ঠানে বিচারক মন্ডলী ভূমিকায় ছিলেন সুমিত মল্লিক, মধুমিতা ঘোষ ও সায়ন্তনী গুহ ঠাকুরতা। গ্রূমিং-এর ভূমিকা পালন করেন কবিতা বর্মন যাকে কিডস বিভাগে দেখা যায়, সম্রাট রাজপুত ও সঞ্জনা সাহা সিনিয়র বিভাগে সমতুল্য কাজ করেন। মিস বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হন সুদূর জলপাইগুড়ি জেলার মেটেলি বাজার-এর বাসিন্দা শ্রেষা দত্ত যিনি এখন সিজার স্কুল, মালবাজার-এ নবম শ্রেণীর ছাত্রী। এর আগে তিনি স্টাইল আইকন ও ফেস অফ জইলিশ-এ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। এমন একটি শো-তে তিনি অংশ নিয়ে খুবই আপ্লুত এবং ভবিষ্যতে পড়াশুনার পাশা পাশি তিনি মডেলিং করতে চান। দ্বিতীয় হিসেবে মনোনীত হন জলপাইগুড়ি জেলার রাজনন্দিনী বণিক। তার জীবনে প্রথম প্রতিযোগিতা মূলক জায়গায় প্রথম শিরোনাম পেয়ে তিনি খুবই আপ্লুত। প্রীতি ও স্থান অর্জন করেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুপা রানী কবিরাজ। এছাড়াও তিনি দি ফ্যাশন গালা দ্বিতীয় সিজন-এর বিজেতা  ও স্টার্স অফ মুর্শিদাবাদ-এর চতুর্থ সিজনের বিজেতা। পুরুষদের মধ্যে সেরা হন শেখ সোহেল এবং দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নির্বাচিত হন শেখ বিকি ও ছোট্টু হালদার। কিডস বিভাগে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হন প্রত্যুষা হালদার এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে অধিরা শর্মা ও ধ্রুভি প্রসাদ। এই সম বিভাগে পুরুষদের মধ্যে প্রথম হন ইউভান চৌধুরী এবং দ্বিতীয় অর তৃতীয় হিসেবে নির্বাচিত হন অর্ক মাহাতো ও তানভীর প্রামাণিক। প্রতিযোগিতায় পাশাপাশি দর্শকদের জন্য ছিল সান্তনু গুহ ঠাকুরতা কলকাতানমা কালেকশনের ওপর একটি রানওয়ে, জিৎ বসুর ভায়ব্র্যান্স ব্র্যান্ড এবং নীল বিশ্বাসের ব্লু-বেরি ব্রান্ডের কালেকশন এর ওপর রানওয়ে যেখানে অংশগ্রহণ করেন স্নিগ্ধা ঘোষ, রুপা ঘোষ, স্বরলিপি চক্রবর্তী, অরুনিতা রায়, শরৎবরণী মাইটি, গীতশ্রী পাল,হিয়া বিশ্বল, দিশা খাটা, চন্দ্রেয়ী চক্রবর্তী সহ আরো অনেকে। অনুষ্ঠানে শো-স্টপার হিসেবে দেখা যায় পূর্ব সিসন এর বিজেতা পূজা বেড়া যিনি বলেন এমন একটি অপূর্ব শো বাংলায় বুকে খুব কমই দেখা গেছে এবং নবজাত মডেলদের জাতীয় ও  আন্তর্জাতিক স্তরে তুলে ধরার জন্য এই শো এর কর্ণধার সিমি তরফদার-কে বিশেষভাবে কৃতজ্ঞ জানান, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রেয়সী ঘোষ ও রাজু রায়-কে।এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ইশন দাস, যিনি ‘মিস্টার অ্যান্ড মিস মালদা’র পরিচালক হিসেবে সুপরিচিত, সঞ্জু বিশ্বাস, যিনি ‘ফিউশন ফ্যাশন ফিয়েস্তা’র’ পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন,রিন্টু নন্দী যিনি দিপ্তিশ্রী ফ্যাশন শো-এর পরিচালক। মৃণাল পাল, মিস গ্র্যান্ড পশ্চিমবঙ্গের স্টেট ডিরেক্টর জানিয়েছেন যে, শোনা যা সিমি তরফদার ও দীপক বিশ্বাস আয়োজন করেছেন তা সত্যিই প্রশংসনীয় এবং এটি আগামি মডেলদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে এবং ভবিষ্যৎ মডেলিং ক্যারিয়ারের জন্য সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তুলবে। এছাড়াও, তিনি মিস গ্রান্ড ওয়েস্টবেঙ্গল  শো আয়োজনের কথা উল্লেখ করেছেন, যা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সেরা মডেলদের ন্যাশানাল ও ইন্টারন্যাশনাল পৌঁছে দেবে।  ফ্যাশিওনোভার পরিচালক অংশু মহান্তী বলেন যে এই ধরনের শো প্রতিযোগীদের প্রতিভা প্রকাশের জন্য জরুরি এবং এখানে আমন্ত্রণ পেয়ে সব পুরনো বন্ধুদের সাথে দেখা করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন, এবং এটি শো-এর সৌন্দর্যের সঙ্গে একটি ছোট মিলন অনুষ্ঠানে পরিণত হয়েছে। এমন সুন্দর একটি আবেগঘন অনুষ্ঠান শেষে বহু দর্শকদের আশা আগামী সিজনে আরো নতুন কিছু দেখবার।

পাঁচদিনের বাউল ও লোক উৎসব
User Review
97% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment