বাংলা ভাগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে প্রতিবাদ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ফাঁসিদেওয়া ১ নং ব্লকের জলাস অঞ্চলে বাংলাভাগের চক্রান্ত ও পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল শুরু হল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আজ সকালে এই মিছিল ফাসিদেওয়া এক নম্বর থেকে আরম্ভ হয়ে নৌকাঘাটে গিয়ে শেষ হয়। মিছিলের শিরোনাম ছিল বিজেপীর বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে দার্জিলিং জেলা তৃণমূল। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। জেলা সভাপতি এদিন সাংবাদিকদের জানান কোন দিক থেকেই এটে উঠতে না পেরে বিজেপী উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে চাইছে। তৃণমূল কংগ্রেস সেটা কিছুতেই হতে দেবে না। উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মানুষ একই সাথে বসবাস করবেন এবং এক সাথেই থাকবেন। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান বিজেপী চাইছে পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি করে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় শাসন শুরু করে দিতে য, কিন্ত্ত তা কোনদিনও হবে না। সেটা হতে দেব না আমরা,মানে তৃণমূল কংগ্রেস।যতদিন বাংলাতে তৃণমূল কংগ্রেস থাকবে পশ্চিমবঙ্গ একটাই রাজ্য থাকবে।কোনদিনও আলাদা হবে না বাংলা থেকে।এছাড়াও তৃণমূলকে নানাভাবে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার এটা নিয়েও তীব্র প্রতিবাদ জানায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।






