বাংলার যাত্রা উৎসবের সূচনা বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বাংলার জন-জীবন-যাত্রা বিষয়ে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে ৩৫ দিন ব্যাপী যাত্রা উৎসবের শুভ সূচনা করেন ঘণ্টা বাজিয়ে মন্ত্রী অরুপ বিশ্বাস। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, জেলা পরিষদ সভাধিপতি নারায়াণ গোস্বামী সহ সভসধিপতি বীণা মণ্ডল ও বারাসাত পৌরপ্রধান অশনী মুখোপাধ্যায় সহ মধ্যমগ্রাম পৌরপ্রধান নিমাই ঘোষ। এই অনুষ্ঠানে জেলা প্রশাসক শরদ দ্বিবেদী ও জেলা আরক্ষধীক্ষ্যক প্রতীক্ষা ঝাড়খাড়িয়া।

















