বাংলাদেশে ফেরার পূর্বেই ধৃত রোহিঙ্গার দল
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সূত্র অনুযায়ী হানা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার লালগোলা থানার অন্তর্গত আষিড়াদহ গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, সূত্র মারফত তাঁদের কাছে খবর আসে যে, কয়েকজন ব্যাক্তি বুধবার বাংলাদেশ হয়ে মায়ানমার ফেরার উদ্দেশ্যে লালগোলা থানার আষিড়াদহ গ্রামে গা ঢাকা দিয়ে আছে। এরপর সূত্র অনুযায়ী লালগোলা থানার পুলিশ আষিড়াদহ গ্রামে হানা দেয়। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের সাথে ৪ জন নাবালকও ছিল। এরপর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। কিন্তু তাঁদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। জেরার মুখে তাঁরা জানায় যে, তাঁরা প্রত্যেকে মায়ানমারের বাসিন্দা। মায়ানমার থেকে প্রথমে তাঁরা বাংলাদেশে গিয়েছিল। পরে কর্মসংস্থানের জন্য কয়েক বছর আগে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে লালগোলা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করতে শুরু করে। ভিন রাজ্যে কাজও করতে যায় তাঁরা। পরবর্তীতে আবার ভারতে ফিরে আসে। কয়েক বছর যাবত তাঁরা ভারতেই থাকছিল। গত বুধবার রাতে বাংলাদেশ হয়ে সেই মায়ানমারে ফিরে যাবে বলেই ঠিক করেছিল। তাঁদের থেকে কোনও বৈধ নথি না মেলায় আব্দুল হাসিম, তাঁর স্ত্রী রোজিনা বেগম ও ছেলে বিলাল মিঞাকে গ্রেফতার করে পুলিশ। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এর অপরাধে লালগোলা থানার পক্ষ থেকে বৃহস্পতিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে, বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত ও তাঁদের সাথে থাকা ৪ জন নাবালককে হোমে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশে ফেরার পূর্বেই ধৃত রোহিঙ্গার দল
0%

















