বর্ষ বরণে কড়া নিরাপত্তা শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বর্ষবরনের শেষ দিন এবং আগামীকালের জন্য কার্যত কড়া নিরাপত্তার ব্যবস্থা করল শিলিগুড়ির প্রশাসন। বর্ষবরনের রাতে এবং কাল সকাল পযর্ন্ত শিলিগুড়িতে থাকবে কড়া নিরাপত্তা।কোথাও কেউ মদ্যপান করে গাড়ি চালালে তার জন্য কড়া শাস্তি দেবে প্রশাসন।কেউ যদি জোরে গাড়ি চালায় তবে তাকে জরিমানাও করা হবে বলে জানিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফ থেকে।শিলিগুড়ির হিলকার্ড রোড,সেবক রোড এবং বিধান মার্কেটের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যাবস্থা করেছে প্রশাসন।রাত থেকে সকাল পযর্ন্ত গোটা শিলিগুড়িতেই থাকবে কড়া নিরাপত্তার ব্যাবস্থা। এনজেপী,টাউন ষ্টেশন এবং বাস টার্মিনার্সে কড়া নিরাপত্তার ব্যাবস্থা রাখা হয়েছে। হোটেলগুলিতেও ব্যাবস্থা করা হয়েছে নিরাকারর। কোন অপ্রতিকর ঘটনা না ঘটার কারনে শিলিগুড়ি পুলিশের তরফ থেকে গোটা শিলিগুড়িতেও ব্যবস্থা করা হয়েছে কড়া পাহারার।








