বর্ষায় ডেঙ্গু ও জ্বর থেকে সতর্ক থাকার
পরামর্শ মেডিকেল সুপারের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়িতে বর্ষায় যেমন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায় ঠিক তেমনই ভাইরাল জ্বরের প্রকোপও বৃদ্ধি পায়। বর্তমানে এই ভাইরাল জ্বর প্রায় প্রতিটি ঘরেই দেখা যাচ্ছে। তার সঙ্গে খুসখুস কাশি নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন লম্বা লাইন থাকছে ওপিডিতে। এতটাই ভিড় যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে। শুধু ডেঙ্গু কিংবা ভাইরাল জ্বরই নয় বর্তমানে চোখের ইনফেকশানও প্রবল হারে বৃদ্ধি পাচ্ছে। চোখের ডাক্তার দেখাতেও ওপিডিতে ভিড় বাড়ছে। এই সব কিছু হ্রাস পেতে পারে যদি সাধারণ মানুষ সতর্ক হয়ে কিছু সাবধানতা অবলম্বন করতে পারে। গতবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। তবে এ বছর এখনও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়াবাড়ি পর্যায়ে না পৌঁছালেও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দু একজন ডেঙ্গু নিয়ে ভর্তিও হতে শুরু করেছে। মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিক সাধারণ মানুষকে সাবধানে থাকারা পরামর্শ দিয়েছেন। ডেঙ্গু মশা যাতে না জন্মায় সে কারণে বাড়ি ও আশেপাশে যাতে জল না জমে সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন। পাশাপাশি তিনি জানান চোখের ইনফেকশান ছোঁয়াচে হয়ে থাকে তাই যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শ থেকে একটু দূরে থকার পরামর্শ দিয়েছেন। আক্রান্তদের চোখে সানগ্লাস ও নিজেকে একটু আলাদা থাকার কথা বলেন। তিনি জানান, এ সময় রোদ বৃষ্টির প্রকোপে তাপমাত্রা ওঠানাম করার কারণে সাধারণ এই রোগগুলি হয়ে থাকে। নিয়মিত হাত ধোওয়া ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন তিনি।








