বন্যা দুর্গত এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ
দাবদাহ লাইভ, বাদুরিয়া, গনেশ রায়: সাম্প্রতিক কালে মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল বারাসাত শাখার উদ্যোগে, উত্তর ২৪ পরগনার মসলন্দপুর চাতরা পঞ্চায়েত অফিসে, বন্যায় শতাধিক দুর্গত মানুষদের হাতে জল ও শুকনো খাবার এবং বস্ত্র তুলে দেওয়া হয়। এলাকার দূর্গত সাধারণ মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে জানা গেছে এক মাসেরও বেশি দিন ধরে জল জমে আছে। কোথাও কোথাও ঘরে কোমর জল বা হাঁটু জল। সরকারি সাহায্য না পাওয়ার কথা এদিন জানান। জল খাবার ও কাপড় জামা পেয়ে খুব খুশি বলে জানা যায়। উত্তর ২৪ পরগনার চাতরা পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন জানান, নিঃসন্দেহে এটি একটি মহৎ কর্মসূচি, যারা এখনো বহু মানুষ সমস্যার মধ্যে আছে এই জাতীয় সহযোগিতা তাদের খুব কাজে আসবে, এ ধরনের কাজ এখন আর বেশি দেখা যায় না, যারা করেন তাদেরকে সাধুবাদ জানান। এই ধরণের কাজের আহ্বানও জানান প্রধান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে চাতরা গ্রাম পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন সহ মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল বারাসাত শাখায় সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মাধবী চক্রবর্তী। সংগঠনের বাদুড়িয়া ব্লক সভাপতি প্রবীর মন্ডল-এর সহযোগিতায় অনুষ্ঠানটি হয় বলে জানা যায়। বারাসাত শাখার সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঋতুরঙ্গমের ৭ম বর্ষ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বারাসাতে
নিউজ এক ঝলকে
বন্যা দুর্গত এলাকায় বস্ত্র ও খাবার বিতরণ
0%


















