বন্ধন ব্যাঙ্কের সহায়তায় উদ্যোগী কর্মশালা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বন্ধন ব্যাংকের সহায়তায় সামাজিক উন্নয়নের কাজ করা সংস্থা বন্ধন কোন্নগর, উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে এক কর্মশালায় প্রোগ্রাম পরিচালক রনেন্দ্র চৌধুরী ও উপদেষ্টা সৌমেন মিত্র দেশ তথা গ্রামীণ অর্থ সরবরাহের ভিত মজবুত করাই লক্ষ্য বলে জানালেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার তন্ময় ঘোষ সহ বারাসাত পৌরসভার স্বাস্থ্য সি.আই. সি অভিজিৎ নাগচৌধুরী ও স্থানীয় সন্ধানী ক্লাবের সম্পাদক বিপুল রায়। এদিন অনুষ্ঠানে ব্যবসায়ী উদ্দ্যোগী দিগের শংসাপত্র দেওয়া হয়। উদ্যোগীদের মধ্যে কয়েকজন তাদের ব্যবসার সাফল্যের বিষয়ে ব্যক্ত করেন। পাশাপাশি স্থানীয় কেন্দ্র চার্জ আধিকারিক ফারুক আলমের ব্যবসায়ী উদ্যোগ গ্রহণের সহায়তা ও পরামর্শে উদ্যোগীরা আরও বেশী মনোবল পেয়েছেন বলে জানাও যায়।

















