বন্দেভারত এক্সপ্রেস এনজেপিতে পৌঁছালো
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বন্দেভারত এসে পৌছালো এনজেপীতে। আজ দুপুরে বন্দেভারত পৌছে যায় এনজেপীতে। এসে পৌছানোর সাথে সাথেই ট্রেনটিকে দেখতে চলে আসেন উৎসাহী মানুষ এবং যাত্রীরা। এনজেপীর এরিয়া ষ্টেশন ম্যানেজার সঞ্জীব দেশমুখ জানান আপাতত আট ঘন্টা লাগবে। পরে সেটা চলে যাবে সাড়ে পাচ ঘন্টায়। এখন ট্রায়াল চলবে কয়েকদিন। তারপরে ৫ ঘন্টার একটু বেশী লাগবে। প্রথমে খাবার দিয়ে লাগবে ১৭০০ টাকা। টিকিট একটাই থাকবে। আপাতত এইভাবেই চলবে বন্দে ভারত। বন্দেভারত এক্সপ্রেস চলবার কারনে উত্তরপূর্ব রেলের সময় সূচীর পরিবর্তন হয়ে যাবে বলে জানা গেছে। কয়েকদিন পরে সমস্ত সময়সূচীর পরিবর্তন ঘটানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। এদিকে বন্দেভারত এক্সপ্রেসকে নিয়ে সেজে উঠেছে গোটা এনজেপী ষ্টেশন। আমুল পরিবর্তন হচ্ছে এনজেপী ষ্টেশনের। এন জেপী ষ্টেশনের জন্য প্রায় সাতশো কোটি টাকা খরচ করা হবে বলে জানা যায়।








