বন্দুক উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ দুষ্কৃতকারিদের ফেলে যাওয়া বন্দুক উদ্ধার করে টহলরত কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা পরিলক্ষিত হয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি ব্লকের জেলিয়াখালি পঞ্চায়েতের পেয়ারাখালি ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত ন’টা নাগাদ পেয়ারাখালির ফেরিঘাট সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতিকে বড়ো একটি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা। ওরা এলাকায় ছিনতাই ও অসৎ কাজের সাথে যুক্ত বলে জানায় তারা। এলাকার বাসিন্দারা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া করে। এলাকাবাসীদের তাড়া খেয়ে দূষ্কৃতিরা তাদের কাছে থাকা একটি বন্দুক ফেলে রেখে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা সেই বন্দুকটিকে উদ্ধার করে। পরে সেটি এলাকায় টহলরত কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয়। দুষ্কৃতকারীদের মধ্যে এলাকাবাসীরা অমিয় তরফদার ও গোলাম মোল্লা নামে দুই যুবককে চিনতে পারে। এলাকাবাসীদের দাবি, ওই দুই যুবকের বাড়ি বাংলাদেশে। প্রায় বছর পাঁচেক যাবত এলাকায় তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে ওরা। দূষ্কৃতিদের তাড়া করে এলাকা ছাড়া করা ও তাদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেফতারের দাবি জানায় স্থানীয় বাসিন্দারা।
বন্দুক উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা
0%

















