বনদপ্তরের তৎপরতায় উদ্ধার বিষধর কেউটে গভীর জঙ্গলে
দাবদাহ লাইভ, মিনাখাঁ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মাছ ধরার আটল থেকে প্রায় ৬ ফুট লম্বা একটা বিষধর কেউটে সাপ উদ্ধারকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় মাছ ধরার জন্য আগের দিন রাতে এক মৎস্যজীবি আটল পেতে রাখেন জলাশয়ে। সকালে জল থেকে আটল তুলতে গিয়ে তাঁর চক্ষু একেবারে চড়কগাছ। আটলে মাছ খেতে ঢুকে আটকে পড়েছে বিশাল বড়ো এক বিষধর কেউটে। মৎস্যজীবি আটলটিকে জল থেকে ডাঙায় তুলেই জাল দিয়ে ঘিরে ফেলে। ওই সাপটিকে দেখতে ভীড় জমায় এলাকাবাসী। এরপর ওই সাপটি উদ্ধারের জন্য মিনাখাঁ বনদপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনদপ্তরের ২ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধারকার্যে হাত লাগায়। বিষধর সাপ উদ্ধার হওয়াকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। আটল থেকে সাপটিকে উদ্ধার করে মিনাখাঁ বনদপ্তরে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা। উদ্ধারকৃত প্রায় ৬ ফুট লম্বা সাপটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর সুন্দরবনের গভীর জঙ্গলে সাপটিকে মুক্ত করে দেওয়া হবে বলে মিনাখাঁ বনদপ্তর সূত্রে খবর।








