বধূ নির্যাতনের তদন্তে নেমে আটক ভুয়ো কাস্টমস অফিসার

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভুয়ো পরিচয় দেওয়া ইন্দোনেশিয়ার সিক্স স্টার কাস্টমস অফিসারকে আটক করে লেকটাউন থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার লেকটাউনের কালিন্দী হাউসিং-এর ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় কোভিড পরিস্থিতির সুযোগ নিয়ে লেকটাউন কালিন্দী হাউসিং স্টেটের বাসিন্দা অনাময় গইন ইন্দোনেশিয়ার সিক্স স্টার কাস্টমস অফিসার হিসেবে পরিচয় দিয়ে ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হবার পর নানান অজুহাতে শ্বশুরবাড়ি থেকে মোট ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে শুরু করে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার। তাঁর সেই অত্যাচার সহ্য করতে না পেরে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে লেকটাউন থানার দারস্থ হয়ে বধূ নির্যাতনের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকদের চক্ষু একেবারে চড়কগাছ। তদন্তকারী আধিকারিকদের কাছে অভিযুক্ত নিজেকে ইন্দোনেশিয়ার সিক্স স্টার কাস্টমস অফিসার বলে পরিচয় দেয়। একইসাথে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার এর অ্যাপয়েন্টমেন্ট লেটার ও সুপ্রীম কোর্টে হওয়া একটি মামলার সিডি ও দেখায়। অভিযুক্ত অনাময় এর দেখানো নথিগুলোর সত্যতা যাচাইয়ের জন্য পুলিশের পক্ষ থেকে ভারতে নিযুক্ত ইন্দোনেশিয়ার দূতাবাসে পাঠানো হলে সেগুলো সবই জাল নথি বলেই জানতে পারে পুলিশ। এরপর বুধবার রাতে কালিন্দী হাউসিং এ হানা দিয়ে অভিযুক্ত অনাময় গইন-কে আটক করে লেকটাউন থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, বধূ নির্যাতন, বিবাহ বিচ্ছেদ, সরকারি নথি জাল, স্বরযন্ত্র ও তথ্য অধিকার আইন ধারায় মামলা রুজু করে পুলিশ। তাঁর ওইরূপ কর্মকান্ডের পিছনে আর কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করা হবে। ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।













