বড়দিনে উত্তরপাড়া কোতরং পৌরসভার উদ্দ্যোগে শিশু উৎসব
দাবদাহ লাইভ, উত্তরপাড়া, শ্যামল করঃ ২৫শে ডিসেম্বর যীশুখ্রীষ্টের শুভ জন্মদিন উপলক্ষে উত্তরপাড়া কোতরং পৌরসভার উদ্যোগে সোমনাথ শিশু উদ্যানে ফেরিঘাটের কাছে শিশুদের নিয়ে এক মহোৎসবের আয়োজন করা হয়। দেড় হাজার শিশুদের হাতে বিস্কুট, টুপি, বেলুন, বিতরণ করেন পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ উপ পৌরপ্রধান খোকন মন্ডল। এছাড়াও সমগ্র পৌর মাতা এবং পৌর পিতাগণ। বিপুল উৎসাহ চোখে পড়ার মতো এর সঙ্গে সহযোগিতা করেন ১৯ নম্বর ওয়ার্ডের সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার অরুন সিংহ রায় এবং ১৯ নম্বর ওয়ার্ডের টিএমসি সভাপতি স্বাগত মন্ডল তৎসহ অদিতি কুন্ডু , পৌরমাতা, ওয়ার্ডের পৌরপিতা মানিক সিংহ, কুড়ি নং ওয়ার্ড সভাপতি, পৌরমাতা মৌসুমী বিশ্বাস, পৌরমাতা মিতালী বেজ, পৌরপিতা উৎপল আদিত্য ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ। উত্তরপাড়া কোতরং পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড থেকে সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার অরুণ কুমার সিংহ রায়ের এবং ওয়ার্ড সভাপতি স্বাগত মন্ডল এর সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি সম্পর্কে খবর সংগ্রহ করছেন শ্যামল কর দাবদাহ লাইভ








