বছরের শুরুতেই নতুন প্রজন্মের নতুন ছবি
সুদেব ঘোষের পরিচালনায়
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব প্রতিবেদকঃ বছরের শুরুতেই নতুন প্রজন্মের নতুন ছবি ‘তুমি–আমি’ ও ‘ধোঁয়া’ মুক্তি পেতে চলেছে সরস্বতী পুজোর পর পরই। ধোঁয়া ছবির সহ প্রযোজক ময়ুক দাস ও গানে বাংলাদেশের গায়ক সাদমান পাপ্পু। এই ছবিতে নায়কের ভূমিকায় অভিরাজ ও নায়িকা বিদ্দ্যা। এই ছবি দু’টির পরিচালক সুদেব ঘোষ। যিনি একের পর এক ছবি বানিয়ে দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। নদীয়া জেলার প্রত্যন্ত গ্রামের মধ্য বিত্ত পরিবার থেকে উঠে আসা বাঙালী সুদেব ঘোষ আজ টলিউডে খ্যাতনামা এক জন পরিচালক হিসাবে পরিচিত। বাংলা চলচিত্র জগতে আরও একটি পরিচালকের নাম সুদেব ঘোষ। নতুন প্রজন্মের কাছের পরিচালক মানেই সুদেব ঘোষ।
নিউজ এক ঝলকে
সুদেব ঘোষের পরিচালনায় বছরের শুরুতেই নতুন প্রজন্মের নতুন ছবি
93%








