বঙ্গ শিল্পে ২৫ হাজার কোটি বিনিয়োগে ৭০ হাজার কর্মসংস্থানে আশাবাদী
দাবদাহ লাইভ, বারাসাত, মহ: মফিজুর রহমান: শিল্পে লগ্নি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এবার নজির সৃষ্টি করতে চলেছে বাংলা। রাজ্যে ১০ টি ইন্ডাস্ট্রিয়াল প্লটে লগ্নি হতে চলেছে ২৫ হাজার কোটি টাকা। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যে কর্মসংস্থান হবে ৭০ হাজারের বেশি। সম্প্রতি, নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন কোম্পানিকে প্লট বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২৫১৫ একর জমিতে ১০ টা ইন্ডাস্ট্রিয়াল প্লট হবে। বেশিরভাগ স্টিল ইন্ডাস্ট্রি হবে। নিউটাউনে ২৫ একর জমিতে তৈরি হবে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট এন্ড কালচারাল পার্ক। সংক্ষেপে আইটেক। যার বাংলা নাম হবে বিশ্ব অঙ্গন। হিডকো-র সঙ্গে গাঁটছড়া বেঁধে পিপিপি মডেলে এই বিশ্বমানের পার্ক তৈরি করবে রাজ্য। ১৫ টি শিল্পতালুকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য ৪৫ টি সংস্থাকে জমি বরাদ্দ করা হয়েছে। যেখানে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ হবে। জেলায় জেলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাংলায় শিল্পের দ্রুত বিকাশ হচ্ছে ও জমির চাহিদা বাড়ছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, দ্রুত শিল্পায়ন ও কর্মসংস্থান আমাদের লক্ষ্য। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে বাংলা এখন দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। রাজ্যে ৯০ লাখ ইউনিটে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ কাজ করেন বলেও তিনি জানান।
দেশের খবর
নিউজ এক ঝলকে
বঙ্গ শিল্পে ২৫ হাজার কোটি বিনিয়োগে ৭০ হাজার কর্মসংস্থানে আশাবাদী মুখ্যমন্ত্রী
0%














